মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সভা গতকাল শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক ও আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামানের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া,প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় শংকর দত্ত,অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন লস্কর, ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির আয় ব্যয়ের হিসাব উপস্থাপন,গঠনতন্ত্র সংশোধন বিষয়ক আলোচনা, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য করণীয় নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply