স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকার শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আখতারকে আজ রোববার শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সাবেক ইউএনও মো. এরশাদুল আহমেদকেও ডাকা হয়েছে। বর্তমানে সারমিনা সাত্তার নান্দাইলের ইউএনও, আয়েশা আখতার হবিগঞ্জের আজমিরীগঞ্জের সদ্যবিদায়ী উপজেলা প্রকৌশলী (বর্তমানে ময়মনসিংহের তারাকান্দা) এবং মো. এরশাদুল আহমেদ জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহার জানিয়েছেন, অভিযুক্তদের স্বশরীরে হাজির হয়ে প্রমাণাদিসহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শুনানি শেষে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, আজমিরীগঞ্জে দায়িত্বকালীন সময়ে আয়েশা আখতার দাপ্তরিক হিসাবের চেয়ে বেশি অগ্রগতি দেখিয়ে ২০ লাখ টাকার বিল উত্থাপন করেন এবং আরও দুইটি বিলে ২৭ লাখ টাকার অনুমোদন চান। তবে ইউএনও অনিয়মের আশঙ্কায় বিল আটকে দেন। পরে বদলি আদেশে তড়িঘড়ি করে উপজেলা ছাড়েন ওই প্রকৌশলী।
Leave a Reply