স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামী আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতারের পর নৌকা ডুবিয়ে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছেন। পরে পুলিশ কোনভাবে সাতরে কিনারে উঠে আসেন। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ও নৌকা প্রতীকের পরাজিত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে বাতাকান্দী গ্রাম থেকে থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাকে নৌকায় তুলে থানায় নিয়ে আসার পথে আব্দুল মজিদের ভাই ভাতিজা নৌকায় পুলিশের উপর হামলা চালায়। এসময় নৌকা ডুবে গেলে হ্যান্ডকাপসহ মজিদ পালিয়ে যান। পরে পুলিশ সদস্যরা পানি থেকে সাতরে কিনারে উঠেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশী অভিযান চলছে। এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রভাষ কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী আটকের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন।
Leave a Reply