নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার মৃত্যু হয়েছে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়। গতকাল সোববার বিকেল ৪ টায় উপজেলার হরিধরপুর গ্রামের ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কমিশনার শাহিন দেলোয়ার সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। সম্প্রতি- বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া শ্বাস কষ্ট রোগ হয়ে ঢাকা শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল রবিবার রাতে ১০ টা ৫ মিনিটে ঢাকা শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে লাল মিয়ার বয়স হয়েছিল ৮৫ তিনি স্ত্রী ২ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
Leave a Reply