নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় জলাবদ্ধতা নিরসনে সড়কের নিচে পাইপ বসাতে গিয়ে প্রায় ২০ ফুট রাস্তা ধসে পড়েছে। এতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক গ্রামের মানুষ ও যান চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। গতকাল রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর মাঝহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোড়াকরি বাজার থেকে লক্ষীপুর ও সুবিদপুর পর্যন্ত এই সড়ক ব্যবহার করেন লাখাই উপজেলার পাশাপাশি মাধবপুরের শাহজীবাজার, বাঘাসুরা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডলসহ দুই জেলার শতাধিক গ্রামের মানুষ। সড়কের অংশ ধসে পড়ায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, জলাবদ্ধতা দূর করতে মহল্লাবাসী খাইরুল ও ফারুক মিয়ার উদ্যোগে এবং ইউপি সদস্য হিরা মিয়ার পরামর্শে সড়কের নিচে পাইপ বসানো হয়। এরপর পানির চাপে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। ফলে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রলি ও মিনি ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিত্যপণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে বিপর্যয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী এহতেশামুর হক বলেন, রাস্তা কাটার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই বেআইনিভাবে কাজটি করা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply