মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা

মাধবপুর প্রতিনিধি ॥ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে মাধবপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভায় জানানো হয়- মাধবপুর উপজেলায় এক লক্ষাধিক ও বেশি শিশুকে দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ইমরুল হাসান জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান। সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাস জুড়ে এই ক্যাম্পেইন চলবে। এক ডোজ টিসিভি টিকা দিন আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকলকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। মাধবপুর উপজেলা জুড়ে ৪০০ টিকাদান কেন্দ্র থাকবে এর মধ্যে স্কুলে থাকবে ১৩০টি, স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,টিসিভি টিকাদানের পূর্বে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, টাইফয়েড নির্মূলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে মাধবপুর উপজেলা টাইফয়েড নির্মূল সম্ভব হবে। এক্ষেত্রে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষায় গুরুত্ব দেই, তাহলে আমাদের দেশে সুস্বাস্থ্যের অধিকারী একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে। যার সুফল সমগ্র বাংলাদেশ পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com