নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল সদর থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটির কয়েক বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। খানাখন্দে ভরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই সাতপাড়িয়া, আকিলপুর, কাইতগাঁও, পনারাব্দা, রাজাপুর, মিঠাপুরসহ অন্তত সাতটি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় রাস্তাটি এখন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে একটু বৃষ্টিতেই রাস্তাজুড়ে জমে যায় পানি, আর কাদামাটির আস্তরণে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়ে। কোথাও কোথাও দেখা গেছে বড় বড় গর্ত, খোয়া-মাটি উঠে গিয়ে কেবল ইট-সুড়কি পড়ে আছে।
আকিলপুর গ্রামের বাসিন্দা মশ্বব আলী জানান, ‘এই রাস্তা দিয়ে বাহুবল সদরে যেতে হয়। স্কুল, কলেজ, হাসপাতাল সব জায়গায় যেতে হয় এই বেহাল সড়ক দিয়ে। দীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানালেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ রাস্তা দিয়ে রোগী বহনে খুবই সমস্যা হয়। এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মফিজুর রহমান জানান, শীঘ্রই টেন্ডার হবে এবং রাস্তাটির পুন: সংস্কার করা হবে।
Leave a Reply