নিজস্ব প্রতিনিধি ॥ সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান যাচাই ও রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। সিভিল সার্জনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইমরুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, এমটিল্যাব, নার্সিং সুপারভাইজার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে তিনি ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি বিভাগ, ওষুধ বিতরণ কেন্দ্র, রান্না ঘর সহ হাসপাতালের গুরুত্বপূর্ণ কর্নার সমূহ ঘুরে দেখেন। রোগীদের খোঁজ খবর নেন এবং সেবার মান সম্পর্কে তাদের মতামত শুনেন। সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা হচ্ছে সরকারের অগ্রাধিকারমূলক খাত। এখানে রোগীরা যেন সঠিকভাবে চিকিৎসা পান, সেটা নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে।
Leave a Reply