স্টিাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো, এক সাথে ভোট কেন্দ্রে যাবো, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবো, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ফ্যাসিষ্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হরণ করেছে, বাংলাদেশের ভোট উৎসব ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় একটি সভ্য গণতান্ত্রিক দেশ চলতে পারে না। জুলাই গণঅভ্যূত্থানের পর দেশে গণতন্ত্রের সু-বাতাস বইতে শুরু করেছে। তিনি গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল ও রিচি ইউনিয়নের ৪টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ।
Leave a Reply