স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকাল ১০টায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। পরে জেলা প্রশাসক কার্যলয় সংলগ্ন নিমতলা এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় বনকর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান প্রমুখ। ৭ দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে ১২টি স্টল অংশ নেয়। মেলায় বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শনী করা হয়েছে।
Leave a Reply