স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইজিবাইক (টমটম) চালক কাশেম আলী হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মিরপুর এলাকাবাসী, বাহুবল উপজেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ। আব্দুল আহাদ কাজলের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আলাউদ্দিন, মিরপুর আলিফ সোবহান কলেজের ভাইস প্রিন্সিপাল রতন দেব, প্রভাষক আইয়ুব আলী, নূর মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার বদরু রেজা সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম প্রমুখ। প্রসঙ্গত, গত ৮ জুলাই সকালে টমটম নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে টমটম চালক কাশেম। সারারাত সন্ধান চালিয়েও কোনো খোঁজ মেলেনি তার। পরদিন সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
Leave a Reply