বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল সংকট হবিগঞ্জসহ সিলেট বিভাগে ৪২% চিকিৎসকের পদ শূন্য

স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল সংকট হবিগঞ্জসহ সিলেট বিভাগে ৪২% চিকিৎসকের পদ শূন্য

স্টাফ রিপোর্টার ॥ দেশে চিকিৎসা অবকাঠামোর বেশ উন্নয়ন ঘটেছে। স্বাস্থ্যসেবা খাতের আকারও সম্প্রসারণ হয়েছে। তবে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় বরাবর দেখা গেছে জনবল সংকট। সিলেট বিভাগের চারটি জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল অফিসার এবং জুনিয়র কনসালট্যান্টের পদ রয়েছে ৭৬৭টি। এর মধ্যে ৪৪২টি পদই শূন্য, যা মোট মঞ্জুরীকৃত পদের ৪২ শতাংশের বেশি। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের মান দিন দিন নিম্নমুখী। এর পেছনের কারণ হিসেবে উপজেলাভিত্তিক সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক সংকটকে দায়ী করছেন তারা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। স্বাস্থ্যসেবাদানকারী এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত নার্স ও টেকনিশিয়ানের সংকটও রয়েছে। ফলে কাঙ্কিত সেবা না পেয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটছেন রোগীরা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় জনবল সংকট অনেক পুরনো। অনেক স্থানে আবার কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জুনিয়র চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার জন্যও রোগীদের জেলা সদর কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ফলে জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে সব সময়ই সক্ষমতার বেশি রোগী ভর্তি থাকেন। কিছু ক্ষেত্রে রোগীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় প্রায় সময়ই রোগী মৃত্যুর ঘটনাও ঘটছে। এ কারণে প্রান্তিক জনগোষ্ঠী বরাবরই চিকিৎসাসেবা বঞ্চিত হয়ে আসছে। সিলেট অঞ্চলেও করোনা ও ডেঙ্গুর প্রকোপ চলা অবস্থায় চিকিৎসক সংকট সাধারণ মানুষের জন্য উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবাদান নিশ্চিতে মনিটরিং জোরদার করা জরুরি।’ স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, সিলেট বিভাগে ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তিনটি ২০ শয্যার হাসপাতাল ও ৮৫টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সংকট নিত্যদিনের। অবশ্য চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের বেশির ভাগ কর্মচারীদের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে থাকতে অনীহা প্রকাশের অভিযোগ রয়েছে। ফলে শূন্যপদ পূরণ হলেও আবার কিছুদিনের মধ্যে সংকট দেখা দেয়।সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, বিভাগের চার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল অফিসারের পদ রয়েছে ৫২৬টি। তবে কর্মরত রয়েছেন ২২৫ জন। শূন্য রয়েছে ৩০১টি চিকিৎসকের পদ। এর মধ্যে সিলেট জেলায় ১৭১ পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১০২ চিকিৎসক। সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩৩ মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত রয়েছে ৫৭ জন। এছাড়া হবিগঞ্জে ১১৯ জনের বিপরীতে ৪৪ জন এবং মৌলভীবাজারে ১০৩ চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। অন্যদিকে উপজেলা পর্যায়ে বিভাগটিতে জুনিয়র কনসালট্যান্টের পদ রয়েছে ২৪১টি। তবে কর্মরত রয়েছেন ১১০ জন। শূন্য রয়েছে ১৩১টি পদ। এর মধ্যে সিলেটে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র কনসালট্যান্ট থাকার কথা ৮৬ জন। তবে কর্মরত রয়েছেন ৪৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৬১ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ১৮ জন। হবিগঞ্জে ৫৪টি মঞ্জুরীকৃত পদ থাকলেও সেবা দিচ্ছেন ২২ জন। একই অবস্থা মৌলভীবাজারেও। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোয় জুনিয়র কনসালট্যান্টের পদ রয়েছে ৪০টি। তবে কর্মরত রয়েছেন ২৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেটের কানাইঘাটের তিন লাখ মানুষকে সেবা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। উপজেলায় ১৬টি চিকিৎসকের পদের মধ্যে কাগজে-কলমে দুজন আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলায় কর্মরত থাকলেও অন্যজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তবে বেতন-ভাতা নিচ্ছেন কানাইঘাট হাসপাতাল থেকে। সার্বিক বিষয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘চাহিদার তুলনায় চিকিৎসক কম হলেও যারাই কর্মরত রয়েছেন, তারা আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে বিসিএস পরীক্ষা চলছে। বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশকৃতরা পদায়ন হলে সংকট কেটে যাবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com