মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল হাসিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।গতকাল বুধবার (৩০ জুলাই) বিকাল বেলা উপজেলার বহরা-আফজলপুর গ্রামের বাড়ির পাশে ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পন করা হয়। পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম (৭৮) বুধবার ভোরবেলা নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে নাতি- নাতনী আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে আফজলপুর গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, স্বাধীনতাত্তোর (১৯৭৩) সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা আফজলপুরের প্রথম উচ্চ শিক্ষিত ব্যাক্তি তিঁনি। শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন।
Leave a Reply