মাধবপুর প্রতিনিধি॥ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য মাধবপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন এস.এম.আতাউল মোস্তফা সোহেল । একই ভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নোয়াপাড়া ইউনিয়নের মোঃ মন্তাজ মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপু ঘোষ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মহিউদ্দিন আহমেদ বাঘাসুরা ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ মোঃ চেরাগ আলী নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে ক্রেস্ট দিয়ে স্বীকৃতি প্রদান করেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রাণী সম্পদ কর্মকর্তা, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, চেয়ারম্যান মীর খোরশেদ আলম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ। ইউপি চেয়ারম্যান এস.এম.আতাউল মোস্তফা সোহেল বলেন, কোনো কাজই সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে কোনো কাজই কঠিন থাকে না। কাজের স্বীকৃতি পেয়ে আমি সত্যি আনন্দিত। এ সম্মান আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
Leave a Reply