স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিরামিয়া গার্লস হাই স্কুলের উদ্যোগে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক কামরুল হাসান ও শিক্ষক পলাশ বণিক। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী হলি রাব্বানী নূহা, খাদিজা ইউসুফ নুরিহা ও দেবস্মিতা দে পূজা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল রহমান সফু, অভিভাবক প্রীতিময় দে লিটন, হিতুষ রায়সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে নানা দিক নির্দেশনা দেন।
Leave a Reply