সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চুনারুঘাটে সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ সুমন মিয়া ॥ চুনারুঘাট উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ৯টি পদের বিপরীতে সর্বমোট ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এতে সভাপতি পদে মোঃ আবদুল কাইয়ূম ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মোঃ আমির উদ্দিন ৫৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মোঃ শফিক মিয়া ৪৮১ ভোট, যুগ্ম সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া ৫১০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক মিয়া ৫৩৫ ভোট, সহ-সাংগঠনিক পদে মোঃ মরম আলী ৪১৮ ভোট, অর্থ সম্পাদক পদে শরীফুল আলম ৪৬৫ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে আলী হাসান লিটন এবং প্রচার সম্পাদক পদে মোঃ রাজু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম এবং সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন বাচ্চু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com