স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতী গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা ও বাংলাদেশী মশার কয়েলসহ প্রায় ১০ লক্ষ ১৩ হাজার টাকার চোরাইপন্য জব্দ করেছেন। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান গত ৪৮ ঘন্টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ও কাকমাছড়া বিওপির বিজিবি’র টহল দল ১১টি স্থানে অভিযান চালিয়ে ভারতী গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা ও বাংলাদেশী মশার কয়েলসহ প্রায় ১০ লক্ষ ১৩ হাজার টাকার চোরাই পন্য জব্দ করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply