নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো: নূরুল হক বলেছেন, ‘বর্তমান সরকার মাদরাসা শিক্ষার আধুনিকায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আলিয়া মাদ্রাসা গুলোকে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষার সাথে সমন্বয় করে যুগোপযোগী শিক্ষায় রূপান্তর করা হচ্ছে।’ গতকাল শুক্রবার (৮ আগষ্ট) বানিয়াচংয়ে আমীরখানী রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক, ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক মিঞা মো: নূরুল হক বলেন, ‘গত এক দশকে যেসব সরকার ক্ষমতায় ছিল, তাদের অনেকেই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকার মাদ্রাসা গুলোর দিকে কোনো দৃষ্টিও দেয়নি। বর্তমান সরকারই এই খাতে উন্নয়নের দ্বার খুলে দিয়েছে।’ এ সময় সভায় সভাপতিত্ব করেন ওই মাদ্রাসা সুপার মাওলানা আ হা মুমসাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন শায়েখ এ কে এম মওদুদ হাসান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল নাইন-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম খোকন। এছাড়া সহকারী সুপার মাওলানা আতাউর রহমান, দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার হারিসুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply