স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ অন্যায় করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে। জনগণের উপর জুলুম নির্যাতনের সকল সীমালঙ্গন করেছিল আওয়ামীলীগ। কিন্তু আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না। তাই মহান আল্লাহ জনগণকে দিয়ে আওয়ামীলীগকে বিতারিত করেছে। তাই ভুলেও যেন আওয়ামীলীগের পথ আমরা অনুস্বরণ না করি। তিনি গত শনিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ৫টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নূরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালাল প্রমুখ।
Leave a Reply