মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহল বিজিবি সদস্যরা দেব নগর নামক এলাকা থেকে ভারতীয় মালামালসহ প্রবাল বনিক(৪৪),নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে বাংলাদেশী নাগরিক প্রবাল বণিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজারের মৃত হরিদাস বণিকের ছেলে। বিজিবি সদস্যরা এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি-২ হাজার ৪০০শত,বাংলাদেশী টাকা-৩ হাজার ২০০শত,কষ্টিপাথর-১ টি,বিভিন্ন রঙ্গের আংটির পাথর-১।
Leave a Reply