স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, ভ্রমন সাহিত্যক ও পর্বত অভিযাত্রী জালাল আহমেদ বলেছেন ,নাট্যকর্মী হই বা না হই বই আমাদের পড়তেই হবে। একটি নাটক যে সময়ের ইতিহাস বা যে সমাজের চিত্র তুলে ধরে,সে সমাজ ও ইতিহাস নিয়ে নাট্যকর্মীদের জানা থাকা জরুরি। সমাজের অগ্রগতি ও সৃজনশীলতার চর্চা চাল রাখতে হলে সংস্কৃতি চর্চা ও নাট্য আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই আন্দোলনের কর্মীদের অবশ্যই পঠন-পাঠনে অগ্রসর থাকতে হবে।
গতকাল শুক্রবার বিকেল ৫-৩০টায় খোয়াই থিয়েটারে “থিয়েটার চর্চায় নাট্যকর্মীদের পঠন-পাঠনের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা এর জেলা সভাপতি মো:ইকরামুল ওয়াদুদ ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আলোচ্য বিষয়ের উপর ধারণা পত্র উপস্থাপন করেন থিয়েটার সহ সভাপতি সিদ্দিকী হারুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থিয়েটার সাধারণ সম্পাদক সুকান্ত গোপ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা পত্র তুলে দেন থিয়েটারের সহ সভাপতি সিদ্দিকী হারুন ,সহ সভাপতি সাইফুল চৌধুরী পাপলু ,অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপি ভৌমিক ,দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমি,সিনিয়র সদস্য মাসুদুর রহমান উজ্জ্বল ,সাকি,সন্ধি,সুমি দাশগুপ্ত ,খোকন,রাজন দাশ। সভাপতি তার বক্তব্যে বলেন,পঠন-পাঠনের পাশাপাশি নাট্যকর্মীদের নিয়মিত নাট্য চর্চা চালিয়ে যেতে হবে।
Leave a Reply