মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঐতিহাসিক ৩৬ জুলাই উদ্যাপন উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শহীদদের স্মরণে কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর,অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির,উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক,ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র কমিটি সভাপতি সিরাজুল ইসলাম তানজিল, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মাছুম মিয়া, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আলমগীর রানা, সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী।
Leave a Reply