নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। সকাল ৮টায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবার ও মুক্তিকামী যোদ্ধাদের সম্মানে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক ও আশরাফুল ইসলাম সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মাহদী হাসান এবং আহত জুলাই যোদ্ধা লাদেন আহমেদ প্রমুখ।
Leave a Reply