স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছ। গত মঙ্গলবার (৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ‘৫ আগস্ট, একুশ শতকের বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যে প্রত্যয় ও সাহসে অন্যায় ও বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রজন্মান্তরে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরকার ৫ আগস্ট তথা ৩৬ জুলাইকে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে। আমরা আজকের এই দিনের তাৎপর্যকে আরও সুদৃঢ় করি এবং প্রতিদিনের চিন্তা ও কর্মে সেই সাহসী চেতনার প্রতিফলন ঘটাই। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করি’। বাদ জোহর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত ভাঙ্গারপুলে ভাদৈ মসজিদে গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply