বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে জুলাই শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির বিজয় র‌্যালী চুনারুঘাটে বিধবার সম্পত্তি জবরদখলের চেষ্টা ॥ সংঘর্ষে ৭ জন আহত জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত কারাগারে থাকা মিরপুরের রাডার দুলালকে গ্রেফতার দেখানোর দাবি এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, আড়াই মাস পর উদ্ধার উন্নয়নের নামে অতিরিক্ত বিল দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের চেষ্টা হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সিপিবি’র ও ছাত্র-জনতার জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠিত হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছ। গত মঙ্গলবার (৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ‘৫ আগস্ট, একুশ শতকের বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যে প্রত্যয় ও সাহসে অন্যায় ও বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রজন্মান্তরে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরকার ৫ আগস্ট তথা ৩৬ জুলাইকে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে। আমরা আজকের এই দিনের তাৎপর্যকে আরও সুদৃঢ় করি এবং প্রতিদিনের চিন্তা ও কর্মে সেই সাহসী চেতনার প্রতিফলন ঘটাই। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করি’। বাদ জোহর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত ভাঙ্গারপুলে ভাদৈ মসজিদে গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com