গত মঙ্গলবার ৫ আগস্ট সকাল ৭ টায় “জুলাই গন-অভ্যুত্থান দিবস” উপলক্ষে বানিয়াচংয়ে শহীদ আনাছের কবর জিয়ারত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান , সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, এসিল্যান্ড মো: ইসমাইল রহমান, সুজন- সুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজা, শহীদ আনাছের বড় ভাই রাসেল মিয়া, বানিয়াচং উপজেলা জামে মসজিদের ইমাম এবং এলাকার লোকজন। সরকারি নির্দেশনা অনুযায়ী ইমাম সাহেব জুলাই- আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন, “দীর্ঘ ১৫ বছরের যে দু:শাসন ছিলো, সেখান থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন তাদের অন্যতম শহীদ আনাছ। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। ২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি করেছে। বৈষম্যের বিরুদ্ধে আনাছদের সেই আত্বত্যাগ আমাদের জন্য পথ দেখায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হবো। ” উল্লেখ্য শহীদ আনাছকে বানিয়াচং ৩ নং রাজবাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ২০২৪ এর ৬ আগস্ট দাফন করা হয়। ৫ আগস্ট তিনি স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে বানিয়াচং থানায় শহীদ হন।
Leave a Reply