মাধবপুর প্রতিনিধি ॥ দীর্ঘদিনের অবহেলা আর সংস্কার না হওয়ায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে মাধবপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ পড়েছে ব্যাপক ভোগান্তিতে। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে জগদীশপুর থেকে শাহজিবাজার সড়কের ১০ কিলোমিটার দীর্ঘ সড়ক। এই আঞ্চলিক সড়কটি মাধবপুর উপজেলার পুরাতন সড়ক; যার দুই পাশে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। এ সড়ক ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন জায়গায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। হাঁটুপরিমাণ পানি মাড়িয়ে যানবাহনকে যেতে হয়। সড়কটির অসংখ্য খানাখন্দে ভরে থাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই রাস্তায় বড় যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার করতে পারলেও ছোট যানবাহনের বিরাট সমস্যা। বিশেষ করে রিকশা, ভ্যান কিংবা অটোরিকশার মতো তিন-চাকার যান ব্যবহার কষ্টসাধ্য। সড়কের কারণে বাড়তি ভাড়া আর পণ্য নষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়াও কয়েকটি আঞ্চলিক সড়কের অবস্থা ভয়াবহ। মনতলা থেকে কমলপুর ৫ কিলোমিটার, শাহপুর থেকে শাহনুর মাজার ৩ কিলোমিটার, হরষপুর থেকে সুলতানপুর সড়কের ৫ কিলোমিটার সব ক’টিরই সংস্কার জরুরি হয়ে পড়েছে। তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য সাইমন মুর্মু বলেন, প্রায় ১০ বছর আগে বাগানের ভেতর দিয়ে সড়কটি পাকা করা হয়েছিল। সড়কের সব জায়গায় প্রলেপ উঠে গেছে। চলাচল খুব কষ্টের। মাধবপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী রেজাউল নবী জানান, জগদীশপুর সড়কসহ বেশ ক’টি রাস্তা মেরামত করতে আমরা অর্থ বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠিয়েছি।
Leave a Reply