স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুল হককে (৪০) গ্রেফতার করা হয়েছে। গত শনিবার(৯ আগস্ট)গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ১নম্বর ইউনিয়নের দত্তপাড়া থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আব্দুল হক মিয়ার পুত্র। গতকাল রোববার সাইদুলকে থানায় হস্তান্তরের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট সাইদুল হক দীর্ঘদিন যাবত বানিয়াচং এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলো মর্মে এলাকাবাসী বানিয়াচং সেনা ক্যাম্পে মৌখিক অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সাইদুলকে তার নিজ বাড়ি থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৪ পিছ ইয়াবা,৮পিছ ইয়াবা কন্ট্রোলার,২৫০ গ্রাম গাঁজা,১লিটার পরিমান বিদেশি মদের বোতল,৪পিছ ফুয়েল পেপার,৪টি মোবাইল ফোন এবং ২টা কেচি ও ইয়াবা বিক্রির নোটবুক জব্দ করা হয়। ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর একটি দল।
Leave a Reply