নিজস্ব প্রতিনিধি ॥ গাজীপুরের প্রতিদিনের কাগজ পত্রিকার স্টার্ফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিক নিপীড়ন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাহুবল উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। গতকাল (১০ আগস্ট) রবিবার দুপুরে উপজেলা পরিষদের গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে, কালবেলার টিপু সুলতান জাহাঙ্গীর ও ইনকিলাবের হাবিবুর রহমান নোমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় পত্রিকার আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, যুগান্তরের সিদ্দিকুর রহমান মাসুম, যায়যায়কালের মিয়া মোঃ সিজিল, বাংলাদেশ পরিক্রমার সালেহ আহমেদ আবিদ, আমার সংবাদের জুবায়ের আহমেদ, খোলা কাগজের ছাদিকুর রহমান, কালের কন্ঠের ছাব্বির হোসেন, সময় বাংলার রাজু সরকার, সংবাদ বিজয় বাংলার কাউছার মাহদী ও ছাত্র প্রতিনিধি সুজন আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানান তারা।
Leave a Reply