বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নাইন মার্ডার মামলায় শফিকুল ইসলাম চৌধুরী গ্রেফতার লাইসেন্স বিহীন ও হেলমেট ছাড়া ২২টি মোটরসাইকেল আটক কনস্টেবল নিয়োগে দালাল, প্রতারক থেকে দূরে থাকার পরামর্শ -পুলিশ সুপার মরহুম আব্দুল কাইয়ুম তরফদার এর চুনারুঘাটে শোক সভা অনুষ্ঠিত বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা চৌমুহনী থেকে র‌্যাবের হাতে ছেলে গ্রেফতার নির্ধারিত সরকারি ফ্রি বেশি নিলে সচিব জায়গায় থাকবে না- জেলা প্রশাসক চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করলেন-জেলা প্রশাসক বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ
অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে হুমকির মুখে দেওরাছড়া সেতু

অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে হুমকির মুখে দেওরাছড়া সেতু

চুনারুঘাট প্রতিনিধি ॥ অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিপূর্ণ অংশে বেপরোয়া ড্রেজার চালানোর ফলে দেওরাছড়া সেতুটিহুমকির মুখে।যে কোন সময় সেতুটি ধ্বসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসীন্দারা। বালুখেকো চক্রের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মুখে রয়েছে জন গুরুত্বপূর্ণ দেওরাছড়া সেতুটি। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও গ্রামে অবস্থিত দেওচড়া সেতুটি হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে সেতুর নীচ থেকে অনুমোদনহীনভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের অভিযানের পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বালুখেকো চক্রকে। স্থানীয় রহমত আলী, রহম আলী ও রুস্তম আলী নামে তিনজন এই অবৈধভাবে বালু উত্তোলন চক্রের মূলহোতা। দেওচড়া সেতুর নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় সেতুর পাশে গভীর গর্ত তৈরি হয়েছে। সেতুর অবকাঠামো এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। সেখান দিয়ে পানি প্রবাহিত হলে সেতু কাঁপছে। এতে যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীবাড়ি সড়ক। এই সড়কের দারাগাঁও এলাকায় অবস্থিত সেতুটির ওপরের অংশ এরই মধ্যে দেবে যেতে শুরু করেছে। ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান জানান, বালু উত্তোলনকারীদের বার বার নিষেধ করলেও তারা থামছে না। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই ব্যাপারে। স্থানীয়দের দাবি, এই অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করে দায়ীদের নিয়ন্ত্রণে আনা না হলে সেতুসহ সড়ক ব্যবস্থার ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com