স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, উপজেলার ২নম্বর ইউনিয়নের গরীব হোসেন মহল্লার মৃত আব্দুল হাই মিয়ার পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী সাজ্জাত মিয়া (৪৫),আমীর খানী গ্রামের ইউনুস মিয়ার পুত্র অফজান ওরফে আব্দাল (৪০), চানপাড়া গ্রামের জামির হোসাইনের পুত্র শান্ত শাহিন(৩৫),পাঠানটুলা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো জুয়েল মিয়া(৩৬) এবং জাতুকর্ণপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ সোহাগ মিয়া(২৮)। সেনা বাহিনী সূত্রে জানা যায়,আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭৯ পিছ ইয়াবা,৮০০ গ্রাম গাঁজা,১টি দেশীয় দা, ৩পিছ ইয়াবা কন্ট্রোলার,৪টি ফুয়েল পেপার, ৪টি কলকি এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply