নিজস্ব প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ পাঁচ মামলার পলাতক আসামী ও চিহ্নিত ডাকাত আমিন মিয়াকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামে রোশন আলীর বাড়িতে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রোশন আলী ও তার স্ত্রী আহত হন। পরে ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ রাত ২টার দিকে রোশন আলী মারা যান। এ ঘটনায় নিহতের ভাই নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই মামলার পলাতক আসামী আমিন মিয়াকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের নুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply