নিজস¦ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মসজিদের পাশ থেকে সফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাতকাপন ইউনিয়নের মহব্বতপুর গ্রামের তারা মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, সফিক মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। ফলে দীর্ঘদিন ধরে এলাকার বাহিরে দিন কাটাচ্ছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদের পাশে তার মরদেহ দেখতে পান মসজিদের ইমাম ও মুসল্লীরা। পরে পুটিজুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মর্তুজ আলী লিটনকে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সফিক মিয়ার মরদেহ শনাক্ত করেছে তার পরিবার।
Leave a Reply