মাধবপুর প্রতিনিধি ॥ সীমান্তে পৃথক অভিযান করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামী শাড়িসহ মোট ৫১ লক্ষ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, ১০ আগস্ট রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে। এদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করেছে। একই দিন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। কিন্তুু পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হলেও কোন অভিযানেই এক জন পাচারকারিও বিজিবির হাতে আটক হয়নি। যা রহস্যজনক বলেই মনে করছেন অনেকে। মাদক পাচারকারি বা চোরাকারবারি গ্রেফতার বা আটক হলেই সীমান্ত অনেকাংশই চোরাচালান মুক্ত হওয়া সম্ভব।অথচ পুলিশ-র্যাব চোরাচালান পণ্যসহ চোরাকারবারিদের আটক-গ্রেফতার করতে পারলেও বিজিবি কেন পারছেনা তা রহস্য জনক।
Leave a Reply