শেখ আব্দুল হাকিম ॥ লাইসেন্সবিহীন ও হেলমেট ছাড়া চলাচল ২২ মোটরসাইকেল আটক, ৩১ জনের বিরুদ্ধে মামলা। হবিগঞ্জ সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবিগঞ্জ শহরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শহরের সার্কিট হাউজ ও বেবিস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাগজপত্রবিহীন, লাইসেন্সবিহীন এবং হেলমেট ছাড়া চলাচলকারী মোট ২২টি মোটরসাইকেল আটক করা হয়। একই সঙ্গে ৩১ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সড়ক নিরাপত্তা বজায় রাখতে এবং শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে। সেনাবাহিনীর সদস্যরা জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক মোটরসাইকেলগুলোর মালিকদের প্রমাণপত্র যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আবদুন নূর।
Leave a Reply