মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারে মেয়াদউত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে গতকাল সোমবার দুপুরে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। গতকাল সোমবার বিকেলে মাধবপুর পৌর বাজার এলাকার ওই অভিযান চালানো হয়। মাধবপুরে মেয়াদউত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম গতকাল ‘বিকেলে পৌর এলাকায় বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় দুইটি ফার্মেসী তদারকি করতে গিয়ে মেয়াদউত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।
‘এ ছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে একই কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভোক্তাদের প্রতি অনুরোধ জানান ঔষধ কেনার সময় মূল্য এবং মেয়াদ এর দিকে লক্ষ্য রাখতে হবে। এ অভিযানে মাধবপুর থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।
Leave a Reply