স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রামগঙ্গা এখন ঝুঁকির মধ্যে পড়েছে। গত এক সপ্তাহের বর্ষণ ও পাহাড়ী ঢলে রামগঙ্গা ছড়ায় ব্যাপক ভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে রামগঙ্গা পয়েন্টের আলোচিত যাত্রী চাউনি ও ‘বিউটিফুল চুনারুঘাট’ এবং চুনারুঘাট সাতছড়ি সড়কের রামগঙ্গা ব্রীজ হুমকির মধ্যে পড়েছে। আর কয়েক ব্রীজ ভেঙ্গে নিলেই বিলীন হবে আলোচিত ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের তৈরী যাত্রী ছাউনি ও সম্প্রতি স্থাপিত বিউটিফুল চুনারুঘাট লঘু। পাশাপাশি ভেঙ্গে যেতে পারে চুনারুঘাট সাতছড়ি তেলিয়াপাড়া সড়ক ও রামগঙ্গা ব্রীজ। ২০২৪ সালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সংসদ সদস্য নির্বাচিত হয়েই চুনারুঘাট সাতছড়ি তেলিয়াপাড়া এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা করে এ সড়কে কয়েকটি নান্দনিক যাত্রী ছাউনি নির্মান করেন। এর মধ্যে চন্ডিছড়া চা বাগানের রামগঙ্গা এলাকাটি প্রাকৃতিক সুন্দর হওয়ার কারনে সেখানে একটি নান্দনিক যাত্রী ছাউনি ও বেশ কিছু কাজ সম্পন্ন করে পর্যটন এলাকা ঘোষণা করার পরই ব্যাপক হারে ভ্রমন পিপাসুদের ঢল নামে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ঘুরতে যায়। ইতোমধ্যে সেখানে বেশ কিছু দোকান ও এনটিসির চা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় রামগঙ্গা পর্যটন কেন্দ্র। গত সপ্তাহের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া ও রামগঙ্গা এলাকায় ব্যাপক ভাঙ্গনের দেখা দেয়। এতে রামগঙ্গা ছড়াও ব্যাপক ভাঙ্গনের কবলে পড়ে। যদিও পাশেই রামগঙ্গা ব্রীজ দু’দফা ভাঙ্গনের পর সড়ক বিভাগ মেরামত করেছে চালুর উপযোগী করে রেখেছে। কিন্তুু নতুন করে যাত্রীছাউনি ও বিউটিফুল চুনারুঘাট লঘুটি ভাঙ্গনের আশংকায় রয়েছে। আগামী দিনে বর্ষণ ও পাহাড়ী ঢলে চুনারুঘাটের পর্যটনের নতুন আকর্ষণ রামগঙ্গা ভাঙ্গনের শিকার হতে পারে। এমন আশংকা করে চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিউটিফুল চুনারুঘাটের উদ্যোক্তা সাজিদুর রহমান বলেন, যে ভাবে ভাঙ্গন সৃষ্টি হয়েছে সামনের ঢলে ভাইরাল স্পটটি ভেঙ্গে যেতে পারে। এছাড়া আমাদের স্থাপিত বিউটিফুল চুনারুঘাটও ভাঙ্গনের আশংকায় রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত স্থানটি মেরামতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া চুনারুঘাট সাতছড়ি সড়কের ১৩ কিলোমিটার চা বাগান এলাকায় বেশ কয়েকটি স্থানেও পাহাড়ী ঢলে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে রামগঙ্গাসহ বেশ কয়েকটি এলাকা পাহাড়ী ঢলে যে কোন সময় ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।
Leave a Reply