শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে নিপেন পাল

হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে নিপেন পাল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিপেন পাল। শ্রমিক মুর্তজ আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় মামলার বাদীসহ সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নিপেন পালের নেতৃত্বে একদল লোক সিএনজি শ্রমিক মুর্তজা আলীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই তিনি মামলার প্রধান আসামি হলেও এখনো গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাব ও অর্থবল ব্যবহার করে নিপেন পাল প্রশাসনকে ম্যানেজ করে দিব্যি প্রকাশ্যে শালিশ বৈঠক করছেন, চা-বাগানে যাতায়াত করছেন। অনেকেই বলছেন, পুলিশের নাকের ডগায় এসব ঘটলেও তারা যেন দেখেও না দেখার ভান করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন, নিপেন পালের গ্রেফতারের চেষ্টা চলছে। অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com