বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে টাইফয়েড টিকাদান(২০২৫) উপলক্ষে জনসচেতনতামূলক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত কো-অর্ডিনেশন সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ অকিল আহমেদ,ডাঃ মৃণাল কান্তি দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা আব্দুল মুক্তাদির,শিক্ষক হাবিবুর রহমান, মোঃ সোলাইমান, শিক্ষার্থী লিটন মিয়া ও সুজন মিয়া সহ সাংবাদিকবৃন্দ। কো-অর্ডিনেশন সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন ও ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে সকল ইপিআই টিকাদান কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান। দ্রুত রেজিষ্ট্রেশন করতে নিকটস্থ স্বাস্থ্য কর্মী অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং যেকোনো কম্পিউটার দোকানে রেজিষ্ট্রেশন করা যাবে।এই রেজিষ্ট্রেশন আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের মধ্যে শিশু-কিশোর- কিশোরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেনী পর্যন্ত অধ্যয়নরত যে কোনো বয়সী শিক্ষার্থী টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন ১ ডোজ দেয়া হবে। কো-অর্ডিনেশন সভায় জানানো হয় এটা একযোগে সারাদেশে প্রায় ৭০ হাজার শিশু, কিশোর-কিশোরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেনী পর্যন্ত অধ্যয়নরত যে কোনো শিক্ষার্থীদের দেয়া হবে।
Leave a Reply