স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ফেইসবুকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি ও কটুক্তির প্রতিবাদে অভিযুক্ত পাপন চন্দ্র গোপ (২২) এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের মুসল্লিরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬.টায় বড় বাজারের বিভিন্ন সড়কে ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযুক্ত পাপন উপজেলার ১নম্বর ইউনিয়নের গোপ মহল্লার মনধীর চন্দ্র গোপের পুত্র। জানা যায়, প্রায় ১০ দিন পূর্বে পাপন চন্দ্র গোপ নামে একটি ফেইসবুক আইডি থেকে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মুসলমানদের অশ্লীল ভাষায় গালাগালি করে একটি পোস্ট করা হয়। পোস্টটি দেখার পরপরই উত্তেজিত হয়ে পড়েন বানিয়াচং উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা। তাৎক্ষণিক বানিয়াচং থানা পুলিশ পাপনকে আটক করে থানায় নিয়ে যান। সেখানে পাপন জানায় আইডিটা তার নয়,এটা একটি ফেইক আইডি। পরে পাপন জিডি করে পরিবারের জিম্মায় থানায় মুচলেখা দিয়ে বাড়িতে আসেন। মুসলমানদের দাবির প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে দীর্ঘ তদন্ত অব্যাহত রাখেন। বুধবার হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবীকে নিয়ে কটুক্তিপূর্ণ পোস্টের বিষয়ে পাপনের সম্পৃক্ততা রয়েছে মর্মে হোয়াটসঅ্যাপের একটি ভয়েস রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ডে পাপনের সহযোগী চারজন পঙ্কজ পাল,অমিত দত্ত ও অনুপমের নাম প্রকাশ পায়। তারা বানিয়াচংয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করেছিলেন বলেও ভয়েস রেকর্ডে উঠে আসে। অপরদিকে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে ওইদিনই সন্ধ্যায় স্থানীয় বড় বাজারের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করেছেন সর্বস্তরের মুসল্লিরা। এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এখনও তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply