বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাধবপুরে দু’গোষ্ঠীর সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক বাহুবলে টাইফয়েড টিকাদান রেজিষ্ট্রেশন শুরু বানিয়াচংয়ে বিশ্ব নবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল মহাসড়কের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন চুনারুঘাটের আমিনুল ইসলাম আজমিরীগঞ্জে  আমজাদ আবারো সেনাবাহিনীর হাতে গ্রেফতার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাছাই কার্যক্রম চলছে নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু চুনারুঘাটে ট্রাক শ্রমিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা
চুনারুঘাটে ট্রাক শ্রমিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

চুনারুঘাটে ট্রাক শ্রমিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

মোঃ সুমন মিয়া ॥ চুনারুঘাটে একদল সন্ত্রাসীদের আক্রমনে আহত ট্রাক শ্রমিক মোঃ তুষার মিয়ার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার জগদীশপুর গোল চত্বরে সিনিয়র সহসভাপতি মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ আওলাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ-সভাপতি মোঃ হাসু মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ মনির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুুল আওয়াল, মাধবপুর উপজেলা সভাপতি মোঃ বাদল মিয়া, চুনারুঘাট উপজেলা সভাপতি মোঃ শাহিন মিয়া, জেলা নির্বাহী সদস্য সৈয়দ খোকন মিয়া প্রমূখ।
প্রতিবাদ সভায় শ্রমিক নেতারা বলেন, ট্রাক শ্রমিকদের পণ্য পরিবহনে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হয়, সেখানে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি ও হেনস্তার শিকার হয়ে থাকেন, চুনারুঘাটে শ্রমিকদের উপর হামলা তারই ধারাবাহিকতা, আমরা সরকারের কাছে রাস্তায় চলাচলের নিরাপত্তা চাই। উল্লেখ্য, গত ১০ আগস্ট রবিবার চুনারুঘাটের বাঁশতলা নামক স্থানে বালু পরিবহনের জন্য গেলে কথা কাটাকাটির জেরে সেখানকার একদল সন্ত্রাসী তুষারের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন তুষারের ভাই মোঃ হৃদয় মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় ১৩ জনসহ অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ নূর আলম বলেন, আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি, শীঘ্রই হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com