নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে মৎসচাষী হাজী সিরাজ আলীর দিঘীর পাড় কেটে মাছ চুরি ও লুটপাট এবং ভাংচুরের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। এতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরনের মাছ প্রায় ৫০/৬০ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে হাজী সিরাজ আলী দাবি করেছেন। কিছুদিন আগে সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব বিজিবি’র হাতে গ্রেফতার হওয়ার পর তাদের মাছ চাষের হ্যাচারী ও দিঘিরপাড় কেটে একটি চক্র মাছ নিয়ে যায়।
ঘটনায় ভক্তভোগী মাছ চাষী সিরাজ আলীর পুত্রবধূ মোছা: ফারজানা আক্তার (ইসপা) বাদী হয়ে আদালতে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে গতকাল আদালতে মামলা দায়ের করেছেন।
আসামীরা মাধবপুর উপজেলা নেতা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মোঃ খোকন মিয়া, মনির হোসেন, জামাল মিয়া, জুয়েল মিয়া, মোঃ জালাল মিয়া, শ্যামল দেব, আহাদ মিয়া, বাবুল মিয়া, জাকু মিয়া, মাধবপুর থানার ওসি সহিদ উল্লাহ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply