স্টফ রিপোর্টার ॥ ‘সেবার ব্রতে চাকুরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প অতন্ত্য সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের গতকাল ছিল ২য় দিন। ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের বাছাই কার্যক্রম শুরু হবে আজ। এতে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার দৌড়, নারী প্রার্থীদের জন্য এক হাজার মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিতে হবে। শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। কনস্টেবল নিয়োগে মেধা ও শারীরিক সক্ষমতাই একমাত্র যোগ্যতা ।
Leave a Reply