স্টাফ রিপোর্টার ॥ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে উত্তাল বানিয়াচং। গতকাল বিকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম ওলামা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ তৌহিদী জনতার ব্যানারে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করায় পাপন চন্দ্র গোপসহ তার সহযোগিদের ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে পাপন চন্দ্র গোপসহ তার সহযোগিদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়। তারা আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। রাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতার করা না হলে মুসলমানরা ঘরে বসে থাকবে না। উল্লেখ্য, বানিয়াচং সদরের গোপমহল্লা গ্রামের পাপন চন্দ্র গোপ ফেইসবুকের মাধ্যমে বিশ্বনবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভে ফুঁসে উঠে বানিয়াচংবাসী। এ ঘটনায় পাপন চন্দ্র গোপসহ জড়িতদের শাস্তির আওতায় আনতে ইতিমধ্যে বানিয়াচং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বানিয়াচং শাখার সভাপতি মাধব দেব এবং সাধারণ সম্পাদক নুপুর কুমার দেব। এদিকে গতকাল পাপন চন্দ্র গোপকে প্রধান আসামী করে ধর্ম অবমাননার অভিযোগ এনে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন এডভোকেট তারেক রহমান শাওন। পাপন চন্দ্র গোপসহ জড়িতদের শাস্তির দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply