নিজস্ব প্রতিনিধি ॥ সিলেটের মোংলাবাজার ও ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটে জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের পুত্র সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আঃ বারেকের পুত্র ইয়াছিন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ইমামবাড়ী বাজারস্থ আঃ বাছিতের বসতঘরে অভিযান পরিচালনা করে । এ সময় ঘর তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। আব্দুল বাছিত পলাতক রয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply