স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন,ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম,সহকারী প্রধান শিক্ষক শিরিনা আক্তার এবং নানু মিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। তারপরও অদৃশ্য শক্তির সহযোগিতায় ওই তিন শিক্ষক বহাল তবিয়তে রয়েছেন। আমরা তিন দুূর্নীতিবাজ শিক্ষককে বহিস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্র-ছাত্রীরা। জানা যায়,২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, সহকারী প্রধান শিক্ষক শিরিনা আক্তার,এবং সহকারী শিক্ষক নানু মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশন দুদকে গণস্বাক্ষর দিয়ে অভিযোগ দায়ের করেন স্কুলটির বর্তমান এবং সাবেক ছাত্র-ছাত্রীরা। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকদেরকে সাময়িক ছুটিতে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়। চলতি বছরের ১৭ মে সহকারী পরিচালক (মাধ্যমিক উইং) কাওসার আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে বিধি মোতাবেক তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পূর্বক শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেন। বিস্তর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন ওই শিক্ষকগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা জনমনে প্রশ্ন উঠেছে।
Leave a Reply