স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে প্রায়শই বিজিবির বিশেষ টহলে বিপুল পরিমান নেশা দ্রব্য সহ বিপুল পরিমাণ চোরাইপণ্য উদ্ধার হচ্ছে। কিন্তুু কোন চোরাকারবারী বা যান চালক আটক হওয়ার কোন খবর পাওয়া যায়নি। বিজিবির টহল দেখেই ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনে চোরাই পণ্য ফেলে পালিয়ে যাবার খবরই পাওয়া যায়। মাঝে মধ্যে পুলিশ ও র্যাব এর হাতে মাদক সহ চোরাইপণ্য বহনকারী আটক হওয়ার খবর পাওয়া যায়। বিজিবির সফল অভিযানগুলোতে চোরাকারবারী বা চোরাইপণ্য বহনকারী আটক বা গ্রেফতার হলে জনমনে স্বস্থি ফিরে আসত বলে অনেকেই মন্তব্য করেন। কোটি কোটি টাকা মূল্যের চোরাই পণ্য উদ্ধারের সাথে চোরা কারবারীদের আটক বা গ্রেফতার প্রক্রিয়া জোরদার করা হলে জনমনে আরো স্বস্থি ফিরে আসত বলে অনেকেই মত প্রকাশ করেছেন। বিষয়টি বিজিবির উদ্ধর্তন মহল নজর দেবেন এমন প্রত্যাশাই সাধারন মানুষের।
Leave a Reply