মাধবপুর প্রতিনিধি॥ মাধবপুরে দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ২শ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারে নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকার স্বপন দেবনাথ এর মালিকানাধীন পরশ হার্টিকালচারের সাড়ে চার হাজার আকাশমণি গাছের চারা ও রামু দেবনাথ এর নার্সারির ৯ হাজার আকাশমণি গাছের চারা ও ৭শ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ফকির, উপ-সহকারী কৃষি অফিসার মোহন লাল নন্দী ও তাপস চন্দ্র দেব অভিযান পরিচালনায় সহায়তা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, এই গাছগুলো প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং মাটির রস শোষণ করে নেয়। যার ফলে মাটির উর্বরতা কমে যায় এবং অন্যান্য গাছপালা জন্মাতে সমস্যা হয়। তাই সরকার এসব গাছ নিষিদ্ধ ঘোষণা করেছে।
Leave a Reply