শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

হবিগঞ্জে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে উদযাপিত হয়েছে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। গ্লোবাল টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিমের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর প্রমুখ। বক্তারা বলেন, গ্লোবাল টেলিভিশন স্বল্প সময়ের মধ্যেই দেশজুড়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। মানসম্পন্ন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে এই চ্যানেল গণমানুষের আস্থা অর্জন করেছে। হবিগঞ্জ জেলার খবর নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিমের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। এসময় আরও উপস্থিত ছিলেন যায়যায়দিনের জেলা প্রতিনিধি নুরুল হক কবীর, সাউথ এশিয়া টাইমসের জেলা প্রতিনিধি এম এ আর শায়েল,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, প্রতিদিনের বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক প্রভাকরের নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট ও সময়ের আলো জেলা প্রতিনিধি ছালিক আহমেদ,হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার শাওন খান প্রমুখ। সবশেষে বক্তারা গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com