বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের মহিষ দুলং নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার ৪ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মহিষ দুলং নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ট্রাক চালক হারুন হোসেন(৪০) ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন,এসময় ভোলা জেলার দক্ষিণ আইশা উপজেলার মাঝের চর গ্রামের আব্দুল আলীর ছেলে শামীম আহমেদ(২৮) সিলেট থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দুটি গাড়ি বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মহিষ দুলং নামক স্থানে আসা মাত্রই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ট্রাক চালক হারুন হোসেন ও কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।বর্তমানে তারা দু’জনই মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাক চালক হারুন হোসেন ও কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদ।
Leave a Reply