সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন

বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন

আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। নিহত নওশাদ মিয়া (৪০) উপজেলা সদরের দোয়া খানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বসত ভিটা নিয়ে নওশাদ মিয়া ও জুহেদ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ মাতব্বরদের নিয়ে নিস্পত্তিও হয়েছিল। গতকাল পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করেন জুহেদ মিয়া (২৫)। এ সময় নওশাদ মিয়াকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাহিমা আক্তার (১৪) ও বড় ভাই তৌফিক মিয়া (৪৫)। ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নওশাদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল তৈরী করছিলেন বানিয়াচং থানা পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com